প্রাচীন গ্রীক লেখক ইশপ। তিনি এসপ নামেও পরিচিত। তিনি ৬২০ খ্রিস্টপূর্বাব্দে দক্ষিণ-পূর্ব ইউরোপে বর্তমান গ্রিস ও তুরস্কের মধ্যবর্তী থ্রেস অঞ্চলে জন্মগ্রহণ করেন।
রহস্যাবৃত চরিত্রের অধিকারী ইশপকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ উপ-কথাসাহিত্যিক হিসেবে আখ্যায়িত করা হয়।
যুগ যুগ ধরে তার রচিত উপকথাগুলোই পাশ্চাত্য সাহিত্য ও পল্লীসাহিত্যের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে বিবেচিত হয়ে আসছে।
তিনি ৫৬৪ খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন।
রাজনীতি সম্পর্কে তার একটি অমর বাণী
“রাজনীতি এমন এক জিনিস, যা ছিঁচকে চোরকে ফাঁসি দেয় আর লুটেরাকে গদিতে বসায়।”